ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কারাগারে থেকেই নির্বাচনে লড়বেন মদন মিত্র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
কারাগারে থেকেই নির্বাচনে লড়বেন মদন মিত্র

কলকাতা: পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে কারাগারে বন্দি থেকেই লড়বেন রাজ্য সরকারের সাবেক পরিবহনমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেতা মদন মিত্র।

সারদা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কারাবন্দি মদন মিত্র বুধবার (৯ মার্চ) আদালতে হাজির হয়ে সাংবাদিকদের এ কথা জানান।



তিনি বলেন, আমি জেলে বন্দি থাকায় প্রচারে যেতে পারবো না। তবে, ভোটাররা তাকে যেন অবস্থার পরিপ্রেক্ষিত বিচার করে ভোট দেন।  

মদন মিত্র আশা প্রকাশ করেন, তিনি নির্বাচনে জয়লাভ করবেন।

বুধবার আদালতে হাজির হলেও জামিনের জন্য আবেদন করেননি তৃণমূলের এ নেতা। জানা যাচ্ছে, আগামী মে মাস পর্যন্তও কোনো আবেদন করবেন না তিনি। আগামী ২২ মার্চ আবার আদালতে হাজিরা দিতে হবে মদন মিত্রকে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
ভিএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।