আগরতলা: ধুমপানবিরোধী দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৯ মার্চ) দুপুরে ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির যৌথ উদ্যোগে রাজধানীর সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দফতরের উপ অধিকর্তা এন ডালং, পশ্চিম জেলার সি এম ও গৌতম দেবনাথ, রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের মিডিয়া অফিসার পারিজাত দত্তসহ অনেকে।
এছাড়া বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীসহ আশাকর্মী ও স্বাস্থ্য দফতরের বিভিন্ন স্তরের কর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ধুমপানের বিভিন্ন ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করেন।
আগরতলার পাশাপাশি রাজ্যের অন্যান্য মহকুমাতেও এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
এএটি/জেডএস