ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় বেলজিয়ামের রাষ্ট্রদূত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
ত্রিপুরায় বেলজিয়ামের রাষ্ট্রদূত

আগরতলা: ত্রিপুরায় এলেন দিল্লিস্থিত বেলজিয়ামের রাষ্ট্রদূত জন রুকসসহ ৫ জনের প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১০ মার্চ) প্রতিনিধি দলটি আগরতলায় পৌছায় ও সন্ধ্যায় মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করে।

এ সময় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব ওয়াই পি সিংও। মুখ্যমন্ত্রী রাষ্ট্রদূতের হাতে স্মারক উপহার তুলে দেন।

মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর মহাকরণে উপস্থিত সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন রাষ্ট্রদূত জন রুকস। ত্রিপুরায় শিল্প ও বাণিজ্য সম্ভাবনার দিকটি খতিয়ে দেখতেই রাজ্যে এসেছেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে ত্রিপুরার যে ভৌগলিক অবস্থান রয়েছে তার প্রেক্ষিতে ভবিষ্যতে এই দেশগুলির সঙ্গে ত্রিপুরার প্রভূত বাণিজ্যিক সম্পর্কের সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, ত্রিপুরায় ফল সংরক্ষণ শিল্প গড়ে তোলার প্রচুর সম্ভাবনা রয়েছে। এ সব বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।