ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় বরযাত্রীর গাড়িতে এসিড নিক্ষেপ, আহত ৩

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
ত্রিপুরায় বরযাত্রীর গাড়িতে এসিড নিক্ষেপ, আহত ৩

আগরতলা: ত্রিপুরায় বরযাত্রীর একটি গাড়িতে এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় গুরুতর আহত হয়েছেন তিনজন।



বৃহস্পতিবার (১০ মার্চ) ভারতীয় সময় রাত ৮টার দিকে ধলাই জেলার কমলপুর মহকুমা এলাকায় এ ঘটনা ঘটে।  

আহতরা হলেন- লিপি দেব (২২), পূর্ণিমা তালুকদার (২৫) ও আশিষ পাল (২৮)। আহতদের মুখ-গলাসহ হাত ঝলসে গেছে। তারা কমলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রিপুরার ঊনকোটি জেলা থেকে ১০টি গাড়িযোগে বরযাত্রীর একটি দল কমলপুরের বড়লুৎমা এলাকায় যাচ্ছিলো। পথে গাড়িগুলো কমলপুরের আদর্শ কলোনি এলাকায় পৌঁছালে রাতের আঁধারে কে বা কারা বরযাত্রীর একটি গাড়িকে লক্ষ্য করে এসিড ছোড়ে। এতে ওই গাড়িতে থাকা তিনজন গুরুতর আহত হন।
খবর পেয়ে রাতেই পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনে যান।

এ ঘটনায় শুক্রবার (১১ মার্চ) সকাল পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেননি।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।