আগরতলা: ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের অন্তর্গত স্কিল ডেভেলপমেন্ট ডিরেক্টরেটের অধিনে দক্ষতা বৃদ্ধির উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ই মার্চ) আগরতলার প্রজ্ঞাভবনে আয়োজিত এ কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতের বিখ্যাত হেয়ার ডিজাইনার জাভেদ হাবিব।
তিনি কর্মশালায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত যুবক ও তরুণীদের পরামর্শ দেন, কীভাবে চুল কাঁটাকে একটি পেশা হিসেবে বেছে নেওয়া যায় ও আর্থিক সফলতা লাভ করা যায়।
এ কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী, শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু সহ অন্যান্য আধিকারিকরা।
বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
আরএ