ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিপিআই (এম) এর ত্রিপুরা রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন শুরু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
সিপিআই (এম) এর ত্রিপুরা রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন শুরু

আগরতলা: সম্প্রতি পশ্চিমবঙ্গের কলকাতায় সিপিআই (এম) দলের সাংগঠনিক প্লেনামে গৃহীত সাংগঠনিক সিদ্ধান্তগুলো কি কি ভাবে ত্রিপুরা রাজ্যে কার্যকর করা যায় তা ঠিক করতে দলের ত্রিপুরা রাজ্য কমিটি এক বর্ধিত অধিবেশন আয়োজন করেছে।

রাজধানী আগরতলার নজরুল কলাক্ষেত্রে শনিবার (১২ মার্চ) দুপুর থেকে শুরু হয়েছে দুইদিন ব্যাপী এই অধিবেশন।

চলবে রোববার দুপুর পর্যন্ত।

সূত্রের খবর, বর্তমান যুগের সঙ্গে তাল মেলাতে গেলে দলে নানা পরিবর্তন আনা প্রয়োজন। কি কি পরিবর্তন আনা যেতে পারে এই সকল বিষয় নিয়ে আলোচনা হবে অধিবেশনে। পাশাপাশি দীর্ঘদিন ধরে রাজ্যের শাসন ক্ষমতায় থাকার কারণে দলের একাংশ নেতার চাল-চলনে বুর্জোয়া প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, যা সাধারণ মানুষের নজরেও আসছে। এই বিষয়গুলো নিয়েও আলোচনা হবে।

এই অধিবেশনে দলের পলিটব্যুরো সদস্য তথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, দলের ত্রিপুরা রাজ্য সম্পাদক বিজন ধর, দলের ত্রিপুরা রাজ্য সম্পাদকমণ্ডলীর সকল সদস্য, জেলা ও মহকুমা কমিটির সদস্য সহ গণ-সংগঠনের নেতারাও উপস্থিত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
আরআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।