কলকাতা: কলকাতায় ‘সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশন’ (সুসাম)-এর আয়োজনে ২১তম ‘বিশ্বশান্তি মহাসভা’র আয়োজন করা হয়।
রোববার (১৩ মার্চ) আয়োজিত ওই সভায় সুসাম বিশ্বশান্তি সম্মান, ড. বি আর আমবেদকর মহা প্রাঞ্জরত্ন সম্মান এবং সুসাম মহান সমাজ সেবা সম্মান প্রদান করা হয়।
সভায় ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার একাধিক গুণীব্যক্তিকে এ তিন সম্মানে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিকি, ভুটানের বিচারপতি সোনম তোবগে, শ্রীলঙ্কার সংসদ বিষয়ক মন্ত্রী করুণা তিলকা জায়ান্থা, মঙ্গোলিয়ার প্রতিনিধি দাম্ভাজেভ খাবনা লামা, বাংলাদেশ উপ রাষ্ট্রদূত জকি আহাদ প্রমুখ।
সভায় জকি আহাদ বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তি ও নিরাপদে বসবাস করছেন। এ বিষয়ে বাংলাদেশ সরকার যথেষ্ট সচেতনভাবে কাজ করে যাচ্ছে।
বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত বাংলাদেশ সরকার দেশের মধ্যে শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে সফল হয়েছে বলেও বক্তব্যে উল্লেখ করেন উপ রাষ্ট্রদূত।
এ সময় অনুষ্ঠানের আয়োজক সুসাম’র ভূয়সী প্রশংসা করেন তিনি।
বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
ভি.এস/জেডএস/