ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
পশ্চিমবঙ্গের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

কলকাতা: নির্বাচন কমিশনের সদস্যরা পশ্চিমবঙ্গের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন।

মঙ্গলবার (১৫ মার্চ) পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার পুলিশের সর্বোচ্চ স্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে কমিশন।

এরপর রাজ্য প্রশাসনের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সর্বোচ্চ স্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবে তারা।

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার নসিম জাহেদি বৈঠকে থাকবেন বলে জানায় নির্বাচন কমিশন সূত্র।

ইতোমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বেআইনি অস্ত্রের কারবার ও আইনশৃঙ্খলার বিভিন্ন বিষয় নিয়ে কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে বিরোধীরা। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে বেশ কিছু জেলার প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
ভিএস/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।