কলকাতা: নির্বাচন কমিশনের সদস্যরা পশ্চিমবঙ্গের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন।
মঙ্গলবার (১৫ মার্চ) পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার পুলিশের সর্বোচ্চ স্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে কমিশন।
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার নসিম জাহেদি বৈঠকে থাকবেন বলে জানায় নির্বাচন কমিশন সূত্র।
ইতোমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বেআইনি অস্ত্রের কারবার ও আইনশৃঙ্খলার বিভিন্ন বিষয় নিয়ে কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে বিরোধীরা। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে বেশ কিছু জেলার প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
ভিএস/এএ