কলকাতা: নির্বাচনের দিন ভোট দিতে গিয়ে বাধার সম্মুখীন হলে বা ভোটের আগে-পরে ভোট সংক্রান্ত কোনো অসুবিধা হলে নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন পশ্চিমবঙ্গের ভোটাররা।
এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি বিনামূল্যের টেলিফোন পরিষেবা চালু করা হয়েছে।
অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়ার কাজ শুরু করবে কমিশন। এ সেবার ফলে অনেক ক্ষেত্রে ভোটারদের সমস্যার সুরাহা হবে বলেই ধারণা করেছন ভোটাররা।
অন্যদিকে ভোটারের কাছ থেকে সরাসরি তথ্য পাওয়ায় নির্বাচন কমিশন এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে পারবে।
পশ্চিমবঙ্গে নির্বাচন শান্তিপূর্ণভাবে করার জন্য ২০১৬ সালে নানা ধরনের ব্যবস্থা নিয়েছে কমিশন। সে সমস্ত ব্যবস্থা মধ্যে এটি অন্যতম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
ভিএস/এএ