ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় আরও ৫ শতাংশ মহার্ঘভাতা ঘোষণা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
ত্রিপুরায় আরও ৫ শতাংশ মহার্ঘভাতা ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য আরও ৫ শতাংশ মহার্ঘভাতা (ডিএ) ঘোষণা করেছে।

মঙ্গলবার (১৫ মার্চ) রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ মহার্ঘভাতা বৃদ্ধির সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে অর্থ দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী সাংবাদিকদের এ খবর জানান।

তপন চক্রবর্তী আরও জানান, এখন পর্যন্ত ত্রিপুরা সরকার কর্মচারীদের জন্য ডি এ মঞ্জুর করেছে ৭৯ শতাংশ। অপরদিকে, ভারত সরকার তাদের কর্মচারীদের জন্য ডি এ মঞ্জুর করেছে ১১৯ শতাংশ। সব মিলিয়ে ভারত সরকারের সঙ্গে ত্রিপুরা সরকারের ডি এ’র পার্থক্য দাঁড়িয়েছে ৪০ শতাংশ।

জানুয়ারি মাসে এই ডি এ বৃদ্ধির ঘোষণা দেওয়ার কথা ছিল কিন্তু রাজ্যে একাধিক নির্বাচন থাকায় কিছুটা দেরি হল বলে জানান মন্ত্রী তপন চক্রবর্তী।

১ জানুয়ারি থেকেই তা কার্যকর হবে। এর জন্য ত্রিপুরা সরকারের বছরে বাড়তি খরচ হবে ১৬২ দশমিক ৫ কোটি রুপি।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।