ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিপিআই (এম) নেতা হরকিষান সিংয়ের জন্ম শতবার্ষিকীতে সভা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
সিপিআই (এম) নেতা হরকিষান সিংয়ের জন্ম শতবার্ষিকীতে সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: সিপিআই (এম)-এর প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক হরকিষান সিং সুরজিতের জন্ম শতবার্ষিকী উপলক্ষে দলের ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আলোচনা সভ‍া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যায় আগরতলার রবীন্দ্র জন্মশতবার্ষিকী ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।



সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সাবেক সাধারণ সম্পাদক ও পলিটব্যুরো সদস্য প্রকাশ কারাত।

অনুষ্ঠানের শুরুতে হরকিষান সিং সুরজি‍তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতারা।

এ সময় প্রকাশ কারাত বলেন, বিজেপি সরকার নবউদারিকরণ নীতি নিয়েছে, যা দেশের স্বার্থপরিপন্থী। তাই বিজেপি সরকারকে রাষ্ট্রবিরোধী হিসেবে চিহ্নিত করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, রাজ্য কমিটির সম্পাদক বিজন ধরসহ অন্য নেতারা।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।