কলকাতা: স্ট্রিং অপারেশনের সত্যতা নিয়ে তদন্তে নামলো ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেক্ট (ইডি)।
বুধবার (১৬ মার্চ) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।
ভারতের আর্থিক অপরাধের তদন্ত করে ইডি। এর আগে পশ্চিমবঙ্গের সারদা আর্থিক কেলেঙ্কারির বিষয়ে সিবিআই–এর সঙ্গে তদন্ত করছে সংস্থাটি।
সম্প্রতি নারদ নিউজ নামে ভারতীয় এক অনলাইন সংবাদমাধ্যমে স্ট্রিং অপারেশন সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ হয়। যা এরইমধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
ভিডিওতে দেখা যায়, ১২ জন তৃণমূল কংগ্রেস দলের নেতাকে অর্থ নিচ্ছেন। এ নিয়ে ভারতের সংসদেও প্রশ্ন ওঠেছে।
তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ভিডিও জাল। এ নিয়ে অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে বলে দলীয় সূত্র বলছে।
তবে নারদ নিউজ বলছে, এটা জাল নয়, আসল ভিডিও-ই এটা। যে কোনো পরীক্ষার জন্য তৈরি এবং তদন্তে সব ধরনের সহযোগিতা করা হবে।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ১৬ মার্চ , ২০১৬
ভিএস/এম