ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বঙ্গবন্ধুর জন্মদিনে ছবি আঁকলো শিশুরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
কলকাতায় বঙ্গবন্ধুর জন্মদিনে ছবি আঁকলো শিশুরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কলকাতার গোর্কি সদনে অনুষ্ঠিত হলো শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল সাড়ে তিনট‍া থেকে এ প্রতিযোগিতা শুরু হয়।

কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশন প্রতিযোগিতার আয়োজক।

প্রতিযোগিতার কলকাতার সেন্ট লরেন্স, দিল্লি পাবলিক স্কুলসহ আরও বেশ কয়েকটি বিদ্যালয়ের শিশুরা ছবি আঁকে। বিষয় ছিলো ‘বঙ্গবন্ধু’।

বাংলাদেশ উপ-হাইকমিশনের সদস্যদের পরিবারের ছোট ছোট ছেলেমেয়েসহ ৬ থেকে ১২ বছর বয়সী প্রায় ১০০ জন শিশু এ উৎসবে অংশ নেয়।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রীতা ভিমানি।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।