ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ব্রডগেজ ট্রেনে ত্রিপুরায় আসবে জ্বালানি তেল

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
ব্রডগেজ ট্রেনে ত্রিপুরায় আসবে জ্বালানি তেল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ভারতের ত্রিপুরা রাজ্যে এখনো ব্রডগেজ ট্রেনে যাত্রী পরিষেবা শুরু না হলেও পণ্য পরিষেবা শুরু হয়েছে। এবার ব্রডগেজ ট্রেন যোগে বিভিন্ন স্থান থেকে ত্রিপুরায় পেট্রোলসহ জ্বালানি তেল নিয়ে আসার পরিকল্পনা চলছে।



ইন্ডিয়ান ওয়েল করপোরেশনের (আইওসি) ত্রিপুরা রাজ্যের প্রধান ডিপো রয়েছে উত্তর জেলার ধর্মনগরে। আগে মিটার গেজ ট্রেনের মাধ্যমে জ্বালানি তেল আসতো এই ডিপোতে। এবার আসবে ব্রডগেজ ট্রেনের মাধ্যমে।

এ পরিকল্পনার অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে ধর্নগরের আইওসি’র জ্বালানি তেল নিকাশি পয়েন্ট ঘুরে দেখেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (এনএফআর) নির্মাণ শাখার একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে নেতৃত্ব দেন নির্মাণ শাখার জিএমএইচ কে জগ্গি। তিনি সাংবাদিকদের বলেন, ব্রডগেজ ট্রেনে করে একসঙ্গে ৬ হাজার লিটার জ্বালানি তেল আনা সম্ভব। প্রথমবার পরীক্ষামূলকভাবে এর অর্ধেক পরিমাণ তেল আনা হবে।

তবে কবে নাগাদ প্রথম জ্বালানি তেলবাহী ব্রডগেজ ট্রেন আসবে তা সুনির্দিষ্ট করে জানানো হয়নি।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
টিআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।