ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জন্মদিনে আগরতলায় বঙ্গবন্ধুকে নিয়ে ২ বই প্রকাশ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
জন্মদিনে আগরতলায় বঙ্গবন্ধুকে নিয়ে ২ বই প্রকাশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা (ত্রিপুরা): বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিনে আগরতলায় প্রকাশিত হল বঙ্গবন্ধু সম্পর্কিত দু’টি বই।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় ড. দেবব্রত দেব রায়ের লেখা ‘বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জীবন ও সংগ্রাম’ এবং ‘জীবনের স্মরণীয় ঘটনা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, রাজ্যের শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মো. মোজাম্মেল হক, আগরতলাস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশনার মোহম্মদ শেখাওয়াত হোসেন, বিশিষ্ট আলোকচিত্রী রবীন সেনগুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে বাংলাদেশকে ভাবা যায় না। ছাত্রজীবন থেকেই তিনি প্রতিবাদী মানসিকতা নিয়ে বেড়ে উঠেছেন। স্বাধীন সত্ত্বা নিয়ে বাংলাদেশ যাতে আত্মপ্রকাশ করতে পারে সেজন্য মুখ্য ভূমিকা পালন করেছিলেন তিনি।

বই দু’টি প্রকাশ করেছে ঢাকার পারিজাত প্রকাশনী। আগরতলার সুকান্ত একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।