ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পেশ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
ত্রিপুরায় ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পেশ

আগরতলা: ত্রিপুরা রাজ্যে বিধানসভার বাজেট অধিবেশন শুক্রবার (১৮ মার্চ) থেকে শুরু হয়েছে।

অধিবেশনের প্রথম দিনে ২০১৬-১৭ অর্থবছরে ত্রিপুরার বাজেট পেশ করেছেন অর্থ দফতরের মন্ত্রী তপন চক্রবর্তী।



বাজেটে মোট প্রাপ্তি ১৫ হাজার ৫৭ দশমিক ৯৮ কোটি রুপি ও মোট ব্যয় ধরা হয়েছে ১৫ হাজার ২৪৬ দশমিক ৫২ কোটি রুপি।

বাজেটে ঘাটতি থাকবে ১শ ৮৮ দশমিক ৫৪ কোটি রুপি। ব্যয় সংকোচন, আরও ভালো কর ব্যবস্থা ও অতিরিক্ত সম্পদ সংগ্রহের মাধ্যমে এ ঘাটতি পূরণের চেষ্টা করা হবে বলেও জানান মন্ত্রী।

এ বছরের বাজেটে শিক্ষা, পর্যটন, উচ্চশিক্ষা, গ্রামীণ আবাসন, তফসিল জাতি কল্যাণ, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ উন্নয়নসহ ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।