আগরতলা (ত্রিপুরা): ২০১২-১৩ অর্থবছরে ত্রিপুরা রাজ্যে মোট পর্যটক এসেছেন ৩ লঅখ ৬৬ হাজার ৪৪২জন। এর মধ্যে দেশীয় পর্যটক ৩ লাখ ৫৮ হাজার ৬২৫জন ও বিদেশি পর্যটক ৭ হাজার ৮১৭জন।
শনিবার (১৯ মার্চ) বিধানসভায় বিধায়ক রতন লাল নাথের করা লিখিত প্রশ্নের উত্তরে পর্যটন মন্ত্রী রতন ভৌমিক এসব তথ্য জানান।
২০১৩-১৪ অর্থবছরে ত্রিপুরা রাজ্যে মোট পর্যটক এসেছেন ৩ লাখ ৭৫ হাজার ৩৭১জন। এর মধ্যে দেশীয় পর্যটক ৩ লাখ ৫৯ হাজার ৯৯৫জন ও বিদেশি পর্যটক ১৫হাজার ৩৭৬জন। এতে আয় হয়েছে ১৮৯ দশমিক ২৭ লাখ রুপি।
এর পরের বছর অর্থাৎ ২০১৪-১৫ অর্থবছরে ত্রিপুরায় ৩ লাখ ৯০ হাজার ৬৬৭ জন পর্যটক ভ্রমণ করেছেন। এর মধ্যে দেশীয় পর্যটক ৩ লাখ ৬১হাজার ৫৫১জন ও বিদেশি পর্যটক ২৯হাজার ৮৬জন। যার মাধ্যমে সরকারের ২০৩দশমিক ৪৭ লাখ রুপি আয় হয়।
২০১৫-১৬ অর্থ বছরের জানুয়ারি মাস পর্যন্ত রাজ্যে পর্যটক এসেছেন ৩ লাখ ৪৩হাজার ৪৩৪জন। ৩ লাখ ১৩ হাজার ৫৫৮ জন ভারতীয় পর্যটক এবং ২৯ হাজার ৮৭৬ জন ছিলেন ভিনদেশি।
এতে রাজ্য সরকারের ১৬৮ দশমিক ৩২ লাখ রুপি আয় হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬।
এমএ/