ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

হোলি উপলক্ষে ত্রিপুরাবাসীকে রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
হোলি উপলক্ষে ত্রিপুরাবাসীকে রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

আগরতলা: রঙের উৎসব হোলি উপলক্ষে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী।

এবছর হোলি ২৪ মার্চ।

এ উপলক্ষে ত্রিপুরাবাসীকে আগাম অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। এক শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল বলেন, বসন্ত ও রঙের উৎসব হোলিতে হোলিকা দানবের দহন তথা অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয়কে স্মরণ করা হয়।

রাজ্যপাল কামনা করেন এ উৎসবের মাধ্যমে যেন মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন, দেশের ঐক্য, অখণ্ডতা আরও মজবুত হয়।

হোলি উপলক্ষে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারও রাজ্যবাসীকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে প্রাচীনকাল থেকে প্রবাহমান ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে মানুষে মানুষে শান্তিপূর্ণ সহাবস্থান, মৈত্রী ও ভ্রাতৃত্বের সুদৃঢ় বন্ধন, বৈচিত্র্যের মধ্যে একতা এবং বহুত্ববাদের সুমহান ঐতিহ্য ও পরম্পরা উগ্র সাম্পদায়িকতার উসকানিতে আক্রান্ত। হোলি উৎসব এই অসহিষ্ণু নেতিবাচক প্রবণতার বিরুদ্ধে শান্তি, সম্প্রীতি ও মৈত্রীর বার্তা বয়ে আনবে বলে আমার বিশ্বাস।

ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের আলাদা দু’টি সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর হোলির শুভেচ্ছা জানানো হয়।

বাংলাদেশ সময়: ০৬০২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।