আগরতলা: ‘দাঁত ও মুখের রোগ: কারণ ও প্রতিরোধ’- এ স্লেঅগানকে সামনে রেখে আগরতলায় বিশ্ব মুখগহ্বর স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
রোববার (২০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এ উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, প্রত্যেক মানুষকে তার মুখ ও দাঁতের প্রতি যত্নবান হওয়া দরকার। মানুষ যদি তা না করেন, তবে তারা এ পৃথিবীর বিভিন্ন স্বাদ থেকে বঞ্চিত হবেন। দুরারোগ্য ব্যাধি হতে পারে, এমনকি তা মৃত্যুর কারণও হতে পারে।
ভারত সরকারের জাতীয় স্বাস্থ্য মিশন, ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর এবং ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
এতে জাতীয় স্বাস্থ্য মিশন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর এবং ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের আধিকারীকর সহ আশাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৫১৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এসএইচ