ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা মেট্রো উড়িয়ে দেওয়ার হুমকি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
কলকাতা মেট্রো উড়িয়ে দেওয়ার হুমকি

কলকাতা: কলকাতা মেট্রো উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সোমবার (২১ মার্চ) দিনগত গভীর রাতে একটি ই-মেইল এর মাধ্যমে এ হুমকি দেওয়া হয়।



তবে কে বা কারা এ মেইল পাঠিয়েছে এবং কোন জায়গা থেকে পাঠানো হয়েছে সে বিষয়ে তদন্ত করছে কলকাতা পুলিশের গোয়েন্দা দফতর।

এদিকে, ওই ই-মেইল বার্তার পর মঙ্গলবার (২২ মার্চ) সকাল থেকেই মেট্রো স্টেশনগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যদিও এর আগেই কলকাতা মেট্রোতে নিরাপত্তা বাড়ানো হয়। কিন্তু এ ঘটনার পর নিরাপত্তা কয়েকগুণ বাড়ানো হয়েছে।

কলকাতা মেট্রো রেলের জনসংযোগ কর্মকর্তা ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা একটি হুমকির ই-মেইল পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। লালবাজার সাইবার ক্রাইম শাখার গোয়েন্দারা ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
ভি.এস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।