কলকাতা: দোলের আগের দিন মঙ্গলবার (২২ মার্চ) কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়য়ে পাঠরত বাংলাদেশি শিক্ষার্থীরা মেতে উঠলো রঙের উৎসবে। উৎসবে যোগ দিলো ভারতসহ অন্য দেশের শিক্ষার্থীরাও।
বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই তারা আবিরের উৎসবে মেতে ওঠে। একইসঙ্গে চলে গান ও নাচের অনুষ্ঠান। খোলা মাঠে আবিরের সঙ্গে এ পরিবেশনা বয়ে আনে আন্তরিকতার বার্তা।
বিভিন্ন দেশের শিক্ষার্থীদের এ উদ্দীপনা ও আবির বিনিময় তৈরি করে নতুন বন্ধন। বাংলাদেশের ছাত্র ইমরান, অত্রি বাংলানিউজকে জানান, বিগত বছরের মতো তারা এ বছরেও অনুষ্ঠানের আয়োজন করেছে।
শিক্ষার্থীরা জানান, দোল বা হোলি উৎসবের মধ্য দিয়ে দেশ, সীমানা পেরিয়ে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এক নতুন বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
ভিএস/এএ