কলকাতা: কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরকে ওয়াই ফাই জোন হিসেবে চিহ্নিত করা হলো।
কলকাতার বিভিন্ন রাস্তায় ইতিমধ্যেই বিনামূল্যে ওয়াই ফাই পরিষেবা প্রদান করা শুরু হয়েছে।
ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরকে ওয়াই ফাই এলাকা করার মাধ্যমে কলকাতার বিখ্যাত জায়গাগুলোকে ওয়াই ফাই করার কাজ শুরু হলো।
ভিক্টোরিয়া কর্তৃপক্ষের তরফে প্রধান সংরক্ষক এবং সম্পাদক জয়ন্ত সেনগুপ্ত বলেন, ভারত সরকারের ‘ডিজিটাল ইন্ডিয়া’ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই পরিকল্পনা।
তিনি আরও জানান, ভিক্টোরিয়া মেমোরিয়াল ভারতের মধ্যে সবথেকে বেশি মানুষ আসেন এমন একটি মিউজিয়াম। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই মিউজিয়ামে আসেন। দর্শকদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন আগামী দিনে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে আরও বিভিন্ন সুবিধায় সাজিয়ে তোলার পরিকল্পনা আছে।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
ভি.এস/আরআই