ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের নির্বাচনী লড়াই ফেসবুকেও

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
পশ্চিমবঙ্গের নির্বাচনী লড়াই ফেসবুকেও

কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে বাড়ি, অফিসসহ পাড়ার দেয়ালে লিখনের সঙ্গে সঙ্গে জমে উঠেছে ফেসবুকের দেয়ালে লিখনও। প্রতিটি রাজনৈতিক দল ভোটের প্রচার নিয়ে ফেসবুক, টুইটারে ঝড় তুলছে।



তবে সবচেয়ে বেশি উঠে আসছে ইদানীংকালের ভোটের বাজার গরম করা নারদা স্ট্রিং অপ‍ারেশন।

তৃণমূল নেতা-মন্ত্রীদের ঘুষ নেওয়ার ছবি প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল ’ হয়ে গেছে।

বিরোধীদলগুলিকেও কটাক্ষ করতে ছাড়ছে না শাসকদলের সাইবার সৈনিকরা। শুধু রাজনৈতিক দলের সাইবার সৈনিকরা নয়, প্রথম সারির নেতারাও পিছিয়ে নেই। মেয়র শোভন চট্টোপাধ্যায় গত ১৮ মার্চ তার ফেসবুকে সাঁইবাড়ির নৃশংস হত্যাকাণ্ডের ছবি পোস্ট করেছেন। কটাক্ষ করছেন বাম –কংগ্রেস জোটকে।

অন্যদিকে দীর্ঘ ৩৯ বছরের পশ্চিমবঙ্গের দুই রাজনৈতিক দলকে কটাক্ষ করে তীব্র প্রচারে নেমেছে বিজেপি। জানা যায়, প্রধান রাজনৈতিক দলগুলির প্রত্যেকেই সাইবার সেল গঠন করেছে।

ভোট যত এগিয়ে রঙ্গ রসিকতার এ ধরনের প্রচার ফেসবুকসহ অন্য সামাজিক যোগাযোগে মাধ্যমে আরও বেশিভাবে সামনে আসতে থাকবে বলেই ধারণা।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।