আগরতলা: বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের তৈরি ওষুধের মতো জেনিরিক মেডিসিনও সমান কার্যকরী। তাই, ত্রিপুরায় দিন দিন জেনিরিক মেডিসিনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।
ত্রিপুরা সরকারও রাজ্যের বিভিন্ন হাসপাতালে জেনিরিক মেডিসিনের কাউন্টার চালু করা হয়েছে। বর্তমানে রাজ্যের মোট ৭টি হাসপাতালে জেনিরিক মেডিসিন চালু আছে।
আগরতলার জিবিপি, আইজিএম, টিএমসি অ্যান্ড ড. বি আর আম্বেদকর তিনটি হাসপাতালে মেডিসিন চালু আছে। গোমতী জেলা হাসপাতাল, ধলাই জেলার কুলাই হাসপাতাল, সিপাহীজলা জেলার বিশালগড় হাসপাতাল এবং দক্ষিণ জেলার বিলোনিয়া হাসপাতালে জেনিরিক মেডিসিন চালু আছে।
২০১৫-১৬ অর্থবছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত জেনিরিক মেডিসিন কাউন্টার থেকে ১ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার ৫৮ রুপি’র জেনিরিক মেডিসিন বিক্রি হয়েছে বলে স্বাস্থ্য দফতর জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
পিসি