আগরতলা: রোববার (২৭ মার্চ) সাপ্তাহিক ছুটির দিন রাজধানীতে অনুষ্ঠিত হলো নবম আগরতলা ম্যারাথন।
এদিন সকালে আগরতলার ক্ষুদিরাম বসু স্কুল মাঠ থেকে শুরু হয় ম্যারাথন।
পুরুষ ও মহিলা এ দু’টি বিভাগে অনুষ্ঠিত হয় ম্যারাথন। পুরুষ বিভাগের জন্য দূরত্ব ছিল ২১ কিমি. ও মহিলা বিভাগের জন্য দূরত্ব ছিল ১০ কিমি.। দুই গ্রুপে এক হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নেন।
এদিন মাঠে মন্ত্রী সহিদ চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা ম্যারাথনের প্রতিষ্ঠাতা ডা. বৃন্দাবন বিহারী দাস কাঠিয়া বাবা, উদ্যোক্তা সংস্থার সভাপতি সুজিত রায়, অর্জুন পুরস্কার প্রাপ্ত জিমন্যাস্ট মন্টু দেবনাথসহ অন্যরা।
এনজিসি ত্রিপুরা অ্যাসেট এবং ত্রিপুরা প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ম্যারাথন দৌড়ের উদ্যোক্তা।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
জেডএস