আগরতলা: প্রথম স্ত্রী চিনু রানিকে হত্যার দায়ে স্বামী সঞ্জয় সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ত্রিপুরার একটি আদালত।
মঙ্গলবার (২৯ মার্চ) খোয়াই জেলার এস ডি জে এম আদালতের বিচারপতি পঙ্কজ কুমার দত্ত এ রায় দেন।
সঞ্জয় সরকার খোয়াই জেলার বারবিল গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১ সেপ্টেম্বর সঞ্জয় তার প্রথম স্ত্রী চিনু রানি নমঃ’র শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এরপর আগরতলার জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিনু রানি ৪ সেপ্টেম্বর মারা যান। পরে মৃত চিনু’র বাবা সঞ্জয় সরকারের বিরুদ্ধে খোয়াই থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরে ৩২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর অভিযুক্ত সঞ্জয় সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি তাকে ১ হাজার রুপি জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাবাসের নির্দেশ দেন বিচারক। এ মামলায় সঞ্জয়’র মা ও বাবা খালাস পান।
বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন সরকার পক্ষের আইনজীবী শৈলেন পাল।
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
পিসি