আগরতলা: ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যে অবস্থানরত রেলওয়ে সেফটি কমিটির প্রতিনিধি দল।
মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় মহাকরণে গিয়ে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষৎ করেন।
এই প্রতিনিধিদলে ছিলেন- রেলওয়ে সেফটি কমিশনার শৈলেশ কুমার পাঠক, ডেপুটি রেলওয়ে সেফটি কমিশনার রাজমল খয়াল, রেলওয়ে সেফটি অফিসার এম কে দত্তসহ এন এফ রেলওয়ের তিন পদস্থ কর্মকর্তা।
তারা ত্রিপুরা রাজ্যে ব্রডগেজ ট্রেন লাইনের কাজ কর্মের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য তোলে ধরেন মুখ্যমন্ত্রীর কাছে।
রেলওয়ে সেফটি কমিশনার শৈলেশ কুমার পাঠক মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে আসার সময় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা ও কুমারঘাটের মধ্যে নিরাপত্তা পর্যবেক্ষণের কাজ শেষ হয়েছে। এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে।
বাংলাদেশ সময়: ০২৫৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
বিএস