ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় উড়ালসেতু ভেঙে মৃত অন্তত ১৫, উদ্ধারে সেনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
কলকাতায় উড়ালসেতু ভেঙে মৃত অন্তত ১৫, উদ্ধারে সেনা

ঢাকা: কলকাতায় উড়ালসেতু ভেঙে মৃতের ঘটনা এখনও পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ১৫ তে।

উত্তর কলকাতার গণেশ টকিজের কাছে বৃহস্পতিবার দুপুরে ভেঙে পড়ে নির্মীয়মাণ বিবেকানন্দ উড়ালসেতুর একটা বড় অংশ।

শেষ খবর পাওয়া পর্যন্ত ধ্বংসস্তূপের নীচে এখনও চাপা পড়ে আছেন বহু। দুপুর সাড়ে ১২টা নাগাদ ঘটনার পরপরই সেখানে পৌঁছায় কেন্দ্রীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী। এছাড়া উদ্ধার কাজে নেমেছে সামরিক বাহিনীর একটি উদ্ধারকারী দল। ঘটনাস্থলে কাজ শুরু করেছে ৩টি মেডিক্যাল টিমও।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছান কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং দমকলমন্ত্রী জাভেদ খান। গতকাল রাতেই ভেঙে পড়া অংশটিতে ঢালাই করা হয়েছিল বলে জানা গেছে। ধ্বংসস্তূপে আটকে রয়েছে বেশ কয়েকটি যাত্রীবোঝাই বাসও। দুর্ঘটনার পরপরই ধ্বংসস্তূপের নীচে আগুন ধরে যায় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপের নীচে এখনও চাপা পড়ে রয়েছেন বহু মানুষ। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহ। কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে ১৭ জন আহতকে। এছাড়া আরও শতাধিক আহতকে কলকাতার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সময় মেদিনীপুরে নির্বাচনী সফরে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা বাতিল করে ঘটনাস্থলে যাচ্ছেন তিনি।

কলকাতার যেখানে এ দুর্ঘটনা ঘটে সে এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি। তার উপর ব্যস্ত সময় হওয়ায় প্রচুর হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
আরআই

** কলকাতায় ভেঙে পড়লো উড়াল সেতু, মৃত ১০
**
কলকাতায় ভেঙে পড়া উড়ালসেতুর নিচে যাত্রীবাহী বাস
**
কলকাতায় ভেঙে পড়ল উড়াল সেতু, হতাহতের সম্ভাবনা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।