কলকাতা: ফ্লাইওভারের ভেঙে পড়া অংশের আশপাশ পুরো খালি করে দিলো সেনা এবং উদ্ধারকারী দল। পুলিশের ঊর্ধ্বতন নির্দেশ জারি হওয়ায় ভেঙে পড়া উড়াল সেতু এলাকার সব বাড়ি-ঘর খালি করা হয়েছে।
এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে পুলিশ সদস্যদেরও। শুধু আছে সেনা এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট দলের কর্মীরা।
এদিকে একটি লরির ওপর সেতুর বড় অংশ আটকে আছে। লরির ভেতর আটকে একজন মানুষও। তিনি মৃত। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে বের করা সম্ভব হয়নি।
উদ্ধারকারীদের বক্তব্য, লরিটি সরানো হলে ভেঙে পড়তে পারে বড় অংশ। সেক্ষেত্রে আবার বিপদের অাশঙ্কাও রয়েছে। এই কারণেই সতর্কতা জারি করে এলাকা খালি করা হচ্ছে বলে জানা যায়।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৬
ভিএস/আইএ