ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা মাছ উৎপাদনে দেশের জাতীয় গড়কে ছাড়িয়ে গেছে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
ত্রিপুরা মাছ উৎপাদনে দেশের জাতীয় গড়কে ছাড়িয়ে গেছে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা রাজ্য মাছ উৎপাদনে দেশের জাতীয় গড়কে ছাড়িয়ে গিয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরার মৎস্য দপ্তরের মন্ত্রী।

ত্রিপুরার দক্ষিণ জেলার মুহুরিপুর জাতীয় মৎস্য খামারে শুক্রবার (১লা এপ্রিল) জেলা ভিত্তিক একদিনের মৎস্য চাষ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালার সূচনা করেন ত্রিপুরা সরকারের মৎস্য দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া।

তিনি বলেন, ২০১৪-১৫ অর্থবছরে ত্রিপুরা রাজ্যে গড়ে মাথা পিছু মাছ উৎপাদিত হয়েছে ১৭ দশমিক ১৩ কেজি, যেখানে মাছের উৎপাদনের জাতীয় গড়ে ছিল ১১ কেজি।
চলতি অর্থবছরে রাজ্যে মাছের গড় উৎপাদন যাতে ২০ কেজি করা যায় এ লক্ষ্যমাত্রাকে সামনে রেখে দপ্তর কাজ করছে। তাই মাছ চাষিদের প্রশিক্ষণ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে উৎসাহিত করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী ছাড়াও এ কর্মশালায় উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধীপতি হিমাংশু রায়, বিধায়ক বাসুদেব মজুমদার, বিধায়ক যশবীর ত্রিপুরা সহ দক্ষিণ জেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষিরা। কর্মশালায় উপস্থিত চাষিদের মধ্যে মাছ ধরার জালও বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ০১২৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।