আগরতলা: ক’দিন ধরে অসময়ের বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে ত্রিপুরার সিপাহীজলা জেলার বিস্তীর্ণ এলাকার তরমুজ চাষিদের।
জেলার অন্তর্গত একাধিক ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় প্রতিবছর তরমুজের বাম্পার ফলন হয়।
মাঠ থেকে প্রথম ধাপে তরমুজ তোলার সময়ই নেমে আসে বৃষ্টিসহ কালবৈশাখী ঝড়। টানা ক’দিনের বৃষ্টিতে জেলার বিভিন্ন তরমুজ ক্ষেতে পানি জমে যায়। এভাবে জমিতে পানি জমে যাওয়ায় মাঠেই তরমুজের পচন ধরেছে।
প্রথম দফায় কিছু তরমুজ বাজারে তুলেছিলেন স্থানীয় চাষি সুখেন দাস। কিন্তু বেশির ভাগই তোলার সময় পাওয়া যায়নি।
এর আগেই শিলা বৃষ্টির কারণে ক্ষেতে তরমুজ নষ্ট হয়ে গেছে বলে বাংলানিউজকে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, বৃষ্টির পর ভালো দেখে কিছু তরমুজ মাঠ থেকে সংগ্রহ করে বাজারজাত করেছিলাম কিন্তু তেমন বিক্রি হচ্ছে না।
কারণ হিসেবে সুখেন দাস জানান, এখনও আকাশ মেঘাচ্ছন্ন, আবহাওয়া কিছুটা ঠাণ্ডা। সাধারণত রৌদ্রজ্জ্বল দিনেই তরমুজের বিক্রি বেশি হয়।
অন্য চাষি বিনয় দাস এবছর প্রায় এক কানি (বাংলাদেশে ১ কানি = ৩৩.৫ শতাংশ) জমিতে তরমুজ আবাদ করেছিলেন। প্রথম ধাপে ৯শ থেকে ১হাজার তরমুজ ধরে ছিলো গাছে। কিন্তু একটি তরমুজও বিক্রি করতে পারেননি। বৃষ্টির জন্য তা মাঠে নষ্ট হচ্ছে।
এভাবে জেলার আরও অনেক চাষির তরমুজ মাঠে নষ্ট হচ্ছে বলৈ খবর পাওয়া গেছে। মরসুমের শুরুতে এতো-বড় ধাক্কা কাটিয়ে চাষিরা খরচ তুলে লাভের মুখ কতটা দেখতে পারবেন এই ভেবে চিন্তিত তারা।
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬।
এমএ