আগরতলা: বিধানসভা নির্বাচনে সিপিআই (এম)’র প্রার্থীদের হয়ে প্রচার করতে আসাম গেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।
১২৬ আসনের অাসাম বিধানসভার প্রথম দফার নির্বাচন আগামী সোমবার (৪ এপ্রিল) এবং দ্বিতীয় এবং শেষ দফার নির্বাচন ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে।
নির্বাচনের আগে রাজ্যের সিপিআই (এম)র প্রার্থীদের হয়ে প্রচারণার কাজে অংশ নিতেই আসাম গিয়েছেন মানিক সরকার।
রোববার ও সোমবার দুইদিনে মানিক সরকার অাসামের পাঁচটি জায়গায় প্রার্থীদের হয়ে ভোট চাইবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়। বিজনী, সরভোগ, বরপেটা, নলবাড়ী ও রঙ্গিয়ায় নির্বাচনী সভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী।
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর আগে ত্রিপুরার দুই মন্ত্রী সহিদ চৌধুরী ও মানিক দে, ত্রিপুরার সাংসদ জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক সুধন দাস, বামফ্রন্ট সমর্থিত যুব সংগঠন ডি ওয়াই এফ আই’র ত্রিপুরার রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী সহ এক ঝাঁক সিপিআই (এম) নেতা ইতিমধ্যে আসামে প্রচার সভা করেছেন।
বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬।
এমজেএফ/