কলকাতা: পশ্চিমবঙ্গের তিনটি জেলার নির্বাচনে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে। রাজ্যের পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদনীপুরে বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
সোমবার (০৪ এপ্রিল) সকালে ভোট শুরু হওয়ার পর থেকে স্বতঃস্ফূর্ত ভাবেই অংশ নিয়েছেন সাধারণ মানুষ।
ভোট কেন্দ্রের বাইরে ছিল লম্বা লাইন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সে লাইন আরও দীর্ঘ হতে থাকে।
তিনটি জেলায় মোট ৪হাজার ৯৪৫টি বুথে ভোটগ্রহণ করা হয়েছে। নির্বাচনে জেলার ১৮ টি আসনে ১৩৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করা হবে।
এদিকে কোনো কোনো প্রার্থী াভিযোগ করেছেন, বিভিন্ন কেন্দ্রে ঢিলেঢালা নিরাপত্তা ও কোথাও অর্থের প্রলোভন দেখিয়ে ভোট কেনা হয়েছে।
তবে শাসক দলের পক্ষে ভোট অবাধ এবং শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করা হয়েছে।
ভোট গ্রহণ পর্বে নিরাপত্তার দায়িত্বে ছিলেন আধা সামরিক বাহিনীর জাওয়ানরা। বিশেষ করে মাওবাদী অধ্যুষিত জঙ্গল মহলে নিরাপত্তা ব্যবস্থা ছিলো চোখে পরার মতো।
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৬
ভিএস/এমএ