ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাইসাইকেলে ভারত ঘুরে অনির্বাণ আসছেন বাংলাদেশে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
বাইসাইকেলে ভারত ঘুরে অনির্বাণ আসছেন বাংলাদেশে অনির্বাণ আচার্য

আগরতলা: কলকাতার অনির্বাণ আচার্য বাইসাইকেল নিয়ে বিশ্বভ্রমণে বেরিয়ে ভারতের বিভিন্ন রাজ্য ঘুরে এবার এলেন আগরতলায়। দেখা করলেন রাজ্যপালের সঙ্গে।

এরপর যাবেন বাংলাদেশে।

ঘাতক রোগ ক্যান্সার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা নিশ্চিত করতে চাকরি জীবন ছেড়ে বাইসাইকেলে চেপে বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন পশ্চিমবঙ্গের এই যুবক। মহারাষ্ট্র, গোয়া, গুজরাট, রাজস্থান, হরিয়ানা, দিল্লি, উত্তরপূর্ব ভারতের অন্যান্য রাজ্যসহ দেশের ২৫টি রাজ্য ঘুরে তিনি সোমবার (০৪ এপ্রিল) বিকেলে ত্রিপুরার রাজধানী আগরতলা এসে পৌঁছান।

এদিন রাজ্যে পৌঁছেই তিনি রাজভবনে গিয়ে রাজ্যপাল তথাগত রায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন। রাজ্যপালও তাকে অভিনন্দন জানান। রাজ্যে কয়েকদিন কাটিয়ে যাবেন বাংলাদেশ, তারপর তিনি রওয়ানা দেবেন ইউরোপের উদ্দেশে।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।