ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

৩ দফা দাবিতে আগরতলায় আমরা বাঙালি দলের বিক্ষোভ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
৩ দফা দাবিতে আগরতলায় আমরা বাঙালি দলের বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: তিন দফা দাবিতে আগরতলা শহরে বিক্ষোভ-মিছিল করেছে আমরা বাঙালি দলের ত্রিপুরা রাজ্য কমিটির সদস্যরা।

 

বুধবার (০৬ এপ্রিল) দুপুরে রাজধানীর শিবনগর এলাকায় দলের কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে।

বিক্ষোভ-মিছিলের পাশাপাশি এদিন আমরা বাঙালি দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীসহ রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী ও এক সংসদ সদস্যের কুশপুতুল দাহ করা হয়। দলের পক্ষ থেকে হরিগোপাল দেবনাথ সংবাদমাধ্যমকে জানান, মানুষের স্বার্থ সংশ্লিষ্ট দাবিতে দল আগামী দিনেও আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে।

তিন দফা দাবিগুলো হলো- সন্ত্রাসবাদের মদদদাতা ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট সরকারকে বরখাস্ত করা, ১৯৮০ সালে ত্রিপুরার ভ্রাতৃঘাতী গণহত্যার তদন্ত সুপ্রিম কোর্টের বিচারপতিকে দিয়ে করানো এবং উগ্রবাদীদের দ্বারা ত্রিপুরা রাজ্যের লাখ লাখ মানুষ বাস্তুচুত্য হয়েছেন, তাদের নিজ ভূমিতে পুনর্বাসন দেওয়া ও সরকারিভাবে আর্থিক ক্ষতিপূরণগুলো দেওয়া।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।