আগরতলা: বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ত্রিপুরা রাজ্য জুড়ে নানা কর্মসূচি পালিত হয়েছে।
হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার উদ্যোগে বিনামূল্যে ব্লাড সুগার পরীক্ষার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার(৭ এপ্রিল) সকালে ব্লাড সুগার পরীক্ষার শিবির গুরু হয়। রাজধানীর মোট ৪টি স্থানে এই শিবিরের আয়োজন করা হয়। এগুলি হল উমাকান্ত একাডেমি প্রাঙ্গণ, ডিম সাগর লেক এলাকা, হেরিটেজ পার্ক এলাকা ও এম বি বি কলেজ চত্বর।
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে প্রতি বছরই নানা কর্মসূচি হাতে নিয়ে থাকে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা, আগরতলার পাশাপাশি রাজ্যের অন্যান্য মহকুমাতেও স্বাস্থ্য বিষয়ক নানা কর্মসূচি পালিত হয়েছে বলে জানান সংস্থার কর্মকর্তারা। রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে বিভিন্ন মহকুমায় কর্মীদের নিয়ে সচেতনতা মূলক কর্মসূচি পালন করা হয়।
সন্ধ্যায় আগরতলার সুকান্ত একাডেমিতেও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানানো হয় রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৬
পিসি