আগরতলা: এবার পদত্যাগ করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দল ও ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের দুই নেতা।
এরা হলেন- ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের কার্যকরী সভাপতি আশিষ সাহা ও ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি সুশান্ত চৌধুরী।
এর আগে ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণ পদত্যাগ করেন। তার পদত্যাগের ২৪ ঘণ্টার মধ্যেই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের দুই নেতা পদত্যাগ করলেন।
শুক্রবার (০৮ এপ্রিল) দুপুরে আগরতলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের বিষয়টি সাংবাদিকদের জানান দুই নেতা।
ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের কার্যকরী সভাপতি আশিষ সাহা সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি সুশান্ত চৌধুরী সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি অমরিন্দ সিং রাজাব্রার ও সর্বভারতীয় কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর কাছে পদত্যাগপত্র পাঠান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পশ্চিমবঙ্গে কংগ্রেস ও সি পি আই (এম) দলের অনৈতিক জোটের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন তারা।
সুশান্ত চৌধুরী বলেন, পশ্চিমবঙ্গে কংগ্রেস ও সি পি আই (এম) জোটের জন্য ত্রিপুরায় কংগ্রেস দলের নিচু স্তরের কর্মীদের মনোবল ভেঙে পড়েছে। এ পরিস্থিতিতে ত্রিপুরার শাসন ক্ষমতা থেকে সি পি আই’কে (এম) সরানো সম্ভব নয়।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৬
এএটি/পিসি