কলকাতা: কলকাতার উড়াল সেতু দুর্ঘটনার এক সপ্তাহ কেটে গেলেও এখনও এই দুর্ঘটনায় মৃত দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
৩১ মার্চ কলকাতার পোস্তা অঞ্চলে নির্মীয়মাণ উড়াল সেতুটি ভেঙে পড়ে।
এর মধ্যে ২৬ জনের মৃতদেহ তাদের পরিবারের হাতে তুলে দেয়া হলেও বাকি দুইজনের পরিচয় জানা যায়নি। এদের দেহ কেউ দাবি করতে আসেনি। এদের সঙ্গে ছিলো না কোন ধরণের পরিচয়পত্রও।
কী কারণে তারা এই উড়াল সেতুর তলা দিয়ে যাচ্ছিলেন সেই সম্পর্কেও কোন স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। উদ্ধার হওয়া মৃতদেহগুলোর বেশির ভাগই ছিল বিকৃত। বিশেষ চিহ্ন, পোশাক এবং পরিচয়পত্রের মাধ্যমে চিহ্নিত করে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
পরিচয় না পাওয়া মৃতদেহগুলোও যথেষ্ট বিকৃত। মুখ দেখে কোনভাবেই এই দেহগুলোকে চেনা যাচ্ছে না। দেহগুলোকে কলকাতা মেডিকেল কলেজের মর্গে রাখা আছে। পুলিশের তরফে ছবি দিয়ে বিভিন্ন থানায় পরিবারের খোঁজ খবর করা হয়েছে। জারি করা হয়েছে নোটিশ। কিন্তু তারপরও কেউ দেহগুলো দাবি করতে আসেনি।
এই অবস্থায় কোন উপায় না দেখে জানানো হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে ঐ দেহ দুটোর কোন দাবিদার না আসলে আইন অনুযায়ী সেগুলোর অন্তিম সংস্কার করা হবে।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ০৯ এপ্রিল , ২০১৬
ভি.এস/আরআই