কলকাতা: পহেলা বৈশাখ উপলক্ষে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনে নববর্ষ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেখানে ছিল ঐতিহ্যবাহী নাগর দোলা, পুতুল নাচ, নানা ধরনের পশু পাখির পোশাক পড়ে নাচসহ শিশুদের খেলার বিভিন্ন ব্যবস্থা। মেলায় বিভিন্ন ধরনের খাবারের দোকানও ছিল।
উপ-হাইকমিশনার জকি আহাদ বলেন, নববর্ষ উদযাপন বাঙালির ঐতিহ্যের অংশ। এই ঐতিহ্যকে ধারণ করে যেতে হবে।
অনুষ্ঠানে অনেকের মধ্যে বাংলাদেশ ডাক, টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল বিচারপতি শ্যামল সেন, অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় ও মিডিয়া ব্যক্তিত্ব লীনা গঙ্গোপাধ্যায় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
ভি.এস/এসআই