আগরতলা: ত্রিপুরা রাজ্যজুড়ে গড়িয়া পূজা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর ৭ বৈশাখে বুধবার (২০ এপ্রিল) দিনব্যাপী এ পূজা অনুষ্ঠিত হয়।
বাঁশ দিয়ে তৈরি করা হয় এ পূজার স্থানটি। বাঁশ, হস্ত-তাঁতে তৈরি কাপড় ও জুমের চাল দিয়ে তৈরি করা হয় গড়িয়া দেবতার মূর্তি। এই পূজার পুরোহিতকে বলা হয় চন্তাই।
রাজধানীর অভয়নগর এলাকার গড়িয়াপূজার স্থানে এক চন্তাই জানান, গড়িয়া হচ্ছেন দেব-দেবী মহাদেব পুত্র গণেশ। তিনি দেবতাদের মধ্যে সবচেয়ে বড়।
এ পূজায় মোরগ, কবুতরসহ বিভিন্ন পশু বলি দেওয়া হয়। পূজার উপকরণের মধ্যে রয়েছে ডিম ও ঘরে তৈরি মদও। উপজাতি অংশের মানুষ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এ পূজা করে থাকেন।
ত্রিপুরা সরকার গড়িয়া পূজা উপলক্ষে বুধবার (২০ এপ্রিল) রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করেছে।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
এএটি/আরআই