কলকাতা: পশ্চিমবঙ্গে তৃতীয় দফায় ভোট শুরুর পর থেকেই বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। ভোট শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই মুর্শিদাবাদ জেলার ডোমকল বিধান সভাক্ষেত্রে বোমার আঘাতে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।
অন্যদিকে পশ্চিমবঙ্গের কেতুগ্রামে ভোট নিয়ে গোলমালের ফলে এক ব্যক্তির কান কেটে নেওয়া হয়েছে বলে বিরোধী দলের তরফে অভিযোগ করা হয়েছে।
মৃত তাহিদুল ইসলাম বিরোধী দল সিপিএম-এর নির্বাচনী এজেন্ট বলে জানা গেছে। অন্য দিকে কলকাতাতেও যে সাতটি বিধান সভা নির্বাচন হচ্ছে তার মধ্যে বিভিন্ন জায়গায় গোলমালের খবর পাওয়া গেছে।
কলকাতার বেলেঘাটা অঞ্চল থেকে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোট গ্রহণের প্রথম তিন ঘণ্টার মধ্যে ১ হাজার অভিযোগ জমা পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
ভিএস/এমজেএফ/