আগরতলা: ১০ দফা দাবিতে গণ অবস্থান কর্মসূচি পালন করেছে ত্রিপুরা সংখ্যালঘু উন্নয়ন পরিষদ।
ত্রিপুরা রাজ্যে একটি মাদ্রাসা বোর্ড গঠন করা, ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য যেসব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আর্থিক ক্ষতিপূরণ ও উপযুক্ত পুনর্বাসন প্রদান, মসজিদের ইমামদের জন্য ভাতা চালু করা সহ ১০ দফা দাবিতে এ কর্মসূচি পালন করেছে তারা।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর থেকে রাজধানীর আস্তাবল ময়দানে ৫ ঘণ্টার এ গণঅবস্থান পালন করে ত্রিপুরা সংখ্যালঘু উন্নয়ন পরিষদ। এ কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা উপস্থিত হন।
ত্রিপুরা সংখ্যালঘু উন্নয়ন পরিষদের সহসভাপতি রুহুল আমিন খন্দকার সাংবাদিকদের জানান, সংখ্যালঘু অংশের মানুষ বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত গণতান্ত্রিকভাবে আন্দোলন চলবে।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
পিসি/