আগরতলা: বিশ্ব পুস্তক দিবস উপলক্ষে শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় আগরতলায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজধানীর বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে অনুষ্ঠানের সূচনা করেন ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী।
মন্ত্রী বলেন, বইয়ের প্রতি মানুষের আকর্ষণ বাড়ানোর জন্য পুস্তক দিবসের তাৎপর্য অনেক। বইয়ের কোনো বিকল্প নেই। পাশাপাশি প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্তে ভাষা হারিয়ে যাচ্ছে, বিষয়টি উদ্বেগের।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের সচিব জগদীশ সিং, অধিকর্তা ড. বিপ্রদাস পালিতসহ অন্যরা।
এছাড়া এতে শিশুদের আবৃত্তি প্রতিযোগিতা, পুস্তক প্রদর্শনী, আলোচনাচক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিলো।
বাংলাদেশ সময়: ০৩২১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
এএনজি/এএ