আগরতলা: আগরতলার নাগেরজলা থেকে বড়দোয়ালি পর্যন্ত রাস্তার দুইপাশে সরকারি জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
রোববার (২৪ এপ্রিল) এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- আগরতলা পুর নিগমের কমিশনার মিলিন্দ রামটেক, সদর মহকুমার এস ডি এম মানিক লাল দাস প্রমুখ। অপ্রীতিকর ঘটনা এড়াতে উচ্ছেদ স্থানে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
এদিন, সকাল থেকে ড্রেজার লাগিয়ে শুরু হয় উচ্ছেদ অভিযান। যেকারণে শহরের দক্ষিণাঞ্চলে তীব্র যানজটের সৃষ্টি হয়।
যাদের ঘরবাড়ির অংশ বিশেষ ভাঙা হচ্ছে তাদের অনেকের অভিযোগ, পূর্ত-দপ্তর যে পরিমাণ অংশ ভাঙার জন্য চিহ্নিত করেছে তার চেয়ে অনেক বেশি অংশ ভাঙছে নিগমের কর্মীরা। আবার অনেকের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ থাকা স্বত্ত্বেও ভেঙে ফেলা হচ্ছে।
আগরতলা পুর নিগমের কমিশনার মিলিন্দ রামটেক বাংলানিউজকে জানান, পুর নিগম আইনের ১০৭ ধারা অনুসারে উচ্ছেদ অভিযান চলছে। এই উচ্ছেদ অভিযান চলবে আরও কয়েক দিন।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
পিসি/