আগরতলা: বিশ্ব ম্যালেরিয়া প্রতিরোধ দিবস উপলক্ষে সোমবার (২৫ এপ্রিল) ত্রিপুরা রাজ্যজুড়ে নানান কর্মসূচি পালিত হয়েছে।
এ বছর বিশ্ব ম্যালেরিয়া প্রতিরোধ দিবসের ভাবনা ‘সূত্র থেকে ম্যালেরিয়া নির্মূল করুন’।
ভারত সরকারের জাতীয় স্বাস্থ্য মিশন এবং ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এ আলোচনাচক্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী।
মন্ত্রী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বলেন, বিশ্বের প্রায় প্রতিটি মহাদেশেই ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা যায়, তবে দক্ষিণপূর্ব এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকায় এর প্রাদুর্ভাব বেশি। ত্রিপুরাসহ গোটা উত্তরপূর্ব ভারতে এর প্রভাব আছে।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব এম নাগারাজুসহ বিশিষ্ট ব্যক্তিরা। আলোচনা শেষে ম্যালেরিয়ার সচেতনতা বিষয়ে এক নাটক মঞ্চস্থ করেন শিক্ষার্থীরা।
আগরতলা ছাড়াও এদিন রাজ্যের প্রতিটি মহকুমাতে ম্যালেরিয়া প্রতিরোধের বিষয়ে সচেতনতামূলক শোভাযাত্রা, কুইজ, নাটকসহ আলোচনাচক্রের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
এএ