ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

গরমে ত্রিপুরা রাজ্য জুড়ে বাড়ছে রোগ বালাই

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
গরমে ত্রিপুরা রাজ্য জুড়ে বাড়ছে রোগ বালাই

আগরতলা: ত্রিপুরা রাজ্যের উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপ প্রবাহ। আগরতলা বিমানবন্দরের আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী এ বছর গ্রীষ্ম মৌসুমে ত্রিপুরা রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

 

শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে আগরতলার আই জি এম হাসপাতালের বহির্বিভাগে গিয়ে দেখা যায় উপচেপড়া ভিড়।

গরমের সঙ্গে পাল্লা দিয়ে দেখা দিচ্ছে জ্বর, সর্দি, কাশিসহ নানা ধরনের পেটের রোগ। আর এই মৌসুম সব চেয়ে বেশি অসুস্থ হয়ে পড়ছে ছোট ছোট শিশুরা।

হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. সোমা দেববর্মণ বাংলানিউজকে জানান, এই সময় রোগ বালাইয়ের প্রাদুর্ভাব দেখা দেয়, তাই সবাইকে রোগ বালাইয়ের হাত থেকে রক্ষা পেতে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। বেশি করে জল পান করা ও প্রচুর ঠাণ্ডা খাবার খাওয়া উচিৎ। খুব বেশি প্রয়োজন না হলে ঘর থেকে বাহিরে না যাওয়াই ভালো।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬ৎ
জিসিপি/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।