কলকাতা: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে পঞ্চম দফায় ৭৮ শতাংশ ভোট পড়েছে।
তবে শনিবার (৩০ এপ্রিল) সকাল ৭টায় ভোটগ্রহণ শুরুর পর থেকেই বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটে।
দক্ষিণ কলকাতা, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ হয়।
কর্মকর্তারা বলছেন, দক্ষিণ ২৪ পরগনায় ৭৯.৬৯ শতাংশ, কলকাতা ৬৩.১০ শতাংশ এবং হুগলিতে ৭৮.৯৮ শতাংশ ভোট পড়েছে। যার সার্বিক চিত্র হচ্ছে ৭৮.২৫ শতাংশ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ ফিরহাদ হাকিম, জাভেদ খান, অরূপ বিশ্বাস ও পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণ হবে এদিন।
অন্যদিকে জোট প্রার্থী দীপা দাশ মুন্সী, সুজন চক্রবর্তী, কংগ্রেস প্রার্থী আবদুল মান্নান, বিজেপি প্রার্থী চন্দ্রকুমার বসুর মতো হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য নির্ধারণেও ভোট দিয়েছেন ভোটাররা।
গত ৪ এপ্রিল নির্বাচনের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়। শেষ দফার নির্বাচন হবে ৫ মে।
১৯ মে ফলাফল প্রকাশিত হবে।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
ভি.এস/এমএ