ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বৈশাখী ঝড়ে ত্রিপুরার বিভিন্ন এলাকা বিপর্যস্ত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মে ২, ২০১৬
বৈশাখী ঝড়ে ত্রিপুরার বিভিন্ন এলাকা বিপর্যস্ত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকা। ঝড়ে পড়ে গেছে বহু ঘরবাড়ি।

রোববার (০১ মে) দিবাগত রাতে ত্রিপুরার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আগরতলা আবহাওয়া অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী ঝড়ের গতি ছিল ঘণ্টায় ৫০ কি. মি.। বৃষ্টির ফলে জনজীবনে কিছুটা স্বস্তির নিশ্বাস নিলেও ঝড়ের তাণ্ডবে ক্ষতি হয়েছে বহু মানুষের। সবচেয়ে ক্ষতি হয়েছে পশ্চিম জেলার আনন্দনগর এলাকায়। এই এলাকার প্রায় ৫০টি কাঁচা ঘর ভূপ‍াতিত হয়েছে। অনেক ঘরের ছাউনি উড়ে গিয়ে বহুদূরে পড়েছে। ঝড়ে আহতও হয়েছেন ‍অনেকে।  

ঘরের পাশাপাশি এই এলাকায় বহু গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়েছে। বহু এলাকায় এখনও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মে ০২, ২০১৬
বিএস  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।