ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

হতাশাগ্রস্তদের পাশে দাঁড়াতে আগরতলায় সানা ইকবাল

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, মে ৩, ২০১৬
হতাশাগ্রস্তদের পাশে দাঁড়াতে আগরতলায় সানা ইকবাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: হতাশ ও আত্মহত্যাপ্রবণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনের আশার মন্ত্র দেওয়া লক্ষ্যে হায়দ্রাবাদের মেয়ে সানা ইকবাল ভারতের বিভিন্ন রাজ্য ঘুরে এখন আগরতলায়।

বর্তমান বিশ্বে মানুষের মধ্যে হতাশা ও আত্মহত্যার প্রবণতা দিন দিন বেড়েই চলছে।

এ সমস্যা থেকে ভারতবাসীকে মুক্ত করার ভাবনা থেকে মোটরসাইকেল নিয়ে ভারত ভ্রমণে বেরিয়ে পড়েন সানা ইকবাল।

গত ২৩ নভেম্বর রয়েল অ্যান্ডফিল্ড নিয়ে বেরিয়ে পড়েন তিনি। গত পাঁচ মাসে তিনি দেশের ৬৭টি শহর পরিভ্রমণ করে ৬৮তম শহর হিসেবে আগরতলায় এসেছেন।

সানা যে শহরেই যাচ্ছেন সেখানকার স্কুল, কলেজে ছাত্র-ছাত্রীদের মধ্যে কাউন্সেলিং করছেন কী করে হতাশা ও আত্মহত্যার ভাবনা দূর করে মানসিক অবস্থার উন্নতি করা যায়। এর পাশাপাশি ছাত্র-ছাত্রীদের পরীক্ষাকেন্দ্রিক বিষণ্ণতা দূর করতে কাউন্সেলিং করছেন তিনি।

সানা সোমবার (২ মে) সন্ধ্যায় বাংলানিউজকে জানান, ফেসবুকেও তিনি এ ধরনের সমস্যার কাউন্সেলিং করছেন। এখন তিনি কাউন্সেলিং করবেন আগরতলাসহ রাজ্যের বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে।

ভারতের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ভ্রমণ শেষে হায়দ্রাবাদে ফিরে গিয়ে এ কর্মসূচি সম্পন্ন করবেন বলেও জানান তিনি।    

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, মে ৩, ২০১৬
এমজেডআর/কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।