ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় মডিফায়েড এসআরআই পদ্ধতিতে বোরো চাষ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, মে ৪, ২০১৬
ত্রিপুরায় মডিফায়েড এসআরআই পদ্ধতিতে বোরো চাষ

আগরতলা: ত্রিপুরার ঊনকোটি জেলার চন্ডিপুর ব্লকের মোট নয়জন কৃষক মডিফায়েড এসআরআই পদ্ধতিতে অফ সিজনে বোরো ধান চাষ করেছেন।

জেলার কুমারঘাট ও কৈলাসহর কৃষি সাব-ডিভিশন অফিসের সহযোগিতায় তারা সমরুরপার ও শ্রীরামপুর এলাকায় মোট দুই হেক্টর জমিতে এ ধান চাষ করেন।

কৃষি দফতর কর্মকর্তা সুব্রত মজুমদার বাংলানিউজকে জানান, ইন্ডাম ২০০-০১৭ প্রজাতির ধানের বীজ বিনামূল্যে সরবরাহ করেছে ইন্দো-আমেরিকা হাইব্রিড সিড ইন্ডিয়া লিমিটেড নামে একটি সংস্থা। কৃষি দফতরের মাধ্যমে এ বীজ কৃষকদের সরবরাহ করা হয়েছে। এর পাশাপাশি বিনামূল্যে সার ও কীটনাশক সরবরাহ করা হয়েছে।

তিনি বলেন, জেলায় এবারই প্রথম মডিফায়েড এসআরআই পদ্ধতিতে বোরো চাষ করা হয়েছে। আশা করা হচ্ছে ধানের বাম্পার ফলন হবে। মে মাসের শেষ দিকে কৃষকরা এ ধান ঘরে তুলবেন বলে আশা করা যাচ্ছে।

ইতিমধ্যে ধানের শীষ বেরিয়ে গেছে, আর কয়েকদিন পরেই ধান পেকে সারা মাঠ সোনালি রঙ নেবে। কৃষকরা জানান, কৃষি দফতর থেকে এভাবে সহযোগিতা করা হলে আগামী দিনে আরও বেশি পরিমান জমিতে এ ধান চাষ করবেন তারা।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, মে ০৪, ২০১৬
এএটি/কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।